২০১৭ সালে এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণদের পূণরায় এম.সি.কিউ পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ রাব কাউন্সিল। বাংলাদেশ রাব কাউন্সিল এর সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলামের স্বাক্ষরিত লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১২/০৯/২০১৯ ইংরেজী তারিখের বাংলাদেশ বার কাউন্সিলেরসিদ্ধান্ত মোতাবেক যে সকল শিক্ষার্থী ২০১৭ সালে এডভোকেটশীপ এনরোলমেন্ট এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন পরবর্তী লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হইয়াছেন তাহাদের আসন্ন এম.সি.কিউ পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে না। তাহারা শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহন করিবেন।
http://www.barcouncil.gov.bd/category/notice-board/
1,082 total views, 4 views today
Leave a Reply