রাজধানীর গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিনের আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার জামিন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিক এ আদেশ দেন।
এর আগে সিএমএম আদালত এবং মহানগর দায়রা জজ আদালতেও তার জামিন নাকচ হয়।
পৃথক চারটি মামলার মধ্যে তিনটিতে জামিন পেয়েছেন তিনি। তবে গুলশান থানার মামলায় জামিন না পাওয়ায় কারামুক্ত হতে পারছেন না তিনি।
চলতি বছরের ২৯ জুলাই রাতে হেলেনার গুলশানের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় তার বাসা থেকে ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, দুটি মোবাইলফোন, ১৯টি চেক বই ও বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং জুয়া (ক্যাসিনো) খেলার সরঞ্জামাদি ৪৫৬টি চিপস জব্দ করা হয়।
104 total views, 2 views today
Leave a Reply