মো.আলাউদ্দীনঃ
ওমানের সড়ক দুর্ঘটনায় মো.আবদুল আজিজ সাজ্জাদ প্রকাশ রাজু (২৬) নামের এক প্রবাসী বাংলাদেশী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার(২৯ডিসেম্বর)সন্ধ্যার দিকে ওমানের মোবালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওমানে অবস্থান করা প্রতিবেশী নাছির ও রাফি জানান, দীর্ঘ প্রায় ৬ বছর আগে ভাগ্য অন্বেষনে আসা সাজ্জাদ ওই দিন রাতে মোবেলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার স্বীকার হলে গুরুতর আহতবস্থায় স্থানীয়রা ওমান রয়েল পুলিশের সাহায্যে তাকে উদ্ধার করে দ্রুত ওমানের রাজধানী মাস্কাটস্থ বদরআলসামা হাসপাতালে নিয়ে ভর্তি করায়। বর্তমানে গুরুতর আহত সাজ্জাদ ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন বলে সূত্রে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় রাজুর হাতে ও পায়ে মারাত্নক আঘাত হয়েছে। ওমান প্রবাসী নাসির জানান, আজ রোগীর সার্জারী করার কথা রয়েছে। তিনি দেশের ও প্রবাসের সকলকে গুরুতর আহত প্রবাসী ভাই রাজুর সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে চট্টগ্রাম সমিতি ওমানের সাংস্কৃতিক সস্পাদক মো.নেজাম উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে বদরআলসামা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানতে পেরে সমিতির সভাপতি সিআইপি ইয়াছিন চৌধুরীর সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য যদি রোগীকে দেশে নিযে যেতে হয় তবে সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওমান প্রবাসী সাজ্জাদ চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ মিয়াজান টেন্ডল বাড়ীর মো.আবদুল মান্নানের পুত্র।
228 total views, 2 views today