সৌদিআরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সাউদের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদের আমন্ত্রণে ইসলামিক কনফারেন্সে যোগ দিতে সৌদিআরব গেলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এম.পি।
আগামী কাল মঙ্গলবার(২৩ নভেম্বর) থেকে সৌদিআরবে শুরু হবে তিন দিন ব্যাপী এ কনফারেন্স। সোমবার(২২ নভেম্বর)স্হানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে যাওয়া সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জেদ্দায় পৌঁছেছেন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।
জানা যায়, বিশ্বের ১২৩টি দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, এমপিসহ ইসলামী স্কলারগণ ওই কনফারেন্সে যোগ দিবেন। এতে ইসলামী সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং জঙ্গিবাদ বিষয়ে আলোকপাত ও সিদ্ধান্ত গৃহীত হবে। এই প্রথম সৌদি সরকারের রাজকীয় দাওয়াতে বাংলাদেশ থেকে শুধুমাত্র বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশরকে মাইজভান্ডারী এমপিকে আমন্ত্রণ জানানো হয়েছে । ইসলামিক কনফারেন্স শেষে তিনি আগামী শুক্রবার( ২৬ নভেম্বর) শুক্রবার পবিত্র মদিনা মনোয়ারায় জুমা আদায় ও জিয়ারত শেষে ঐ দিন রাতেই দেশে ফেরার কথা রয়েছে।
114 total views, 2 views today
Leave a Reply