নাজিমুজ্জামান রাশেদঃ
সীতাকুণ্ডে সার্ভ ফর স্মাইলের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ও দিশারি ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় টিশার্ট ও মাস্ক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর রবিবার ১০ টায় সীতাকুণ্ড পৌরসদর বাজারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দিশারি ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান লায়ন এ্যাডভোকেট সারোয়ার হোসাইন লাভলু,সার্ভ ফর স্মাইল এর কার্যনির্বাহী সদস্য ও লায়ন্স ক্লাব অব চিটাগাং এমাজিং সন্দ্বীপের সাধারণ সম্পাদক লায়ন সাইফুল ইসলাম,
শিক্ষানবিশ আইনজীবী এমদাদুল হক মহিম, লিও রিজিওনাল ডিরেক্টর লিও আরাফাত এলাহী, রিজিওনাল ডিস্ট্রিক্ট ডিরেক্টর লিও নাজিমুজ্জামান রাশেদ, লিও নুরখান, লিও জিয়াউল হক আরিফ,সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি সাংবাদিক এম কে মনির,লিও ইলিয়াস সানি,বাবলু,দিশারীয়ান সরোয়ার উদ্দিন নিরব, দিশারীয়ান আইনুল কবির ফিরোজ, দিশারীয়ান মিনহাজ প্রমুখ।
কর্মসূচীতে শ্রমজীবি ও পেশাজীবি মানুষদের মাঝে করোনা ভাইরাস সচেতনতামূলক টিশার্ট ও মাস্ক বিতরণ করা হয়।পাশাপাশি অসচেতন মানুষদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।
2,398 total views, 4 views today
Leave a Reply