সীতাকুণ্ডে অজ্ঞাত (৩৫) এক মহিলার লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বৈদ্দ পুকুর সংলগ্ন সড়কের পাশে স্থানীয় লোকজন এক অজ্ঞাত মহিলার লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, আমরা স্থানীয়ভাবে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করি। মহিলার শরীরের মাথায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা মহিলাকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে।
129 total views, 2 views today
Leave a Reply