এম কে মনির, সীতাকুণ্ড প্রতিনিধি
দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কুকুরগুলোকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। রবিবার (১৫ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই ভ্যাকসিন কার্যক্রম চলবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত।
উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবে সারাদেশে জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু হয়। টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলায় ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন এলাকায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে ভ্রাম্যমাণভাবে ঘুরে বেড়ানো কুকুরগুলোকে ধরে ভ্যাকসিন দেয়া হচ্ছে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃশাহজালাল মুহাম্মদ ইউনূস জানান গত ৫ দিনে সীতাকুণ্ড উপজেলার প্রায় ২ হাজারেরও বেশি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যা সীতাকুণ্ডের মোট কুকুরের ৭৭% ।আমাদের মোট ২৩ টিম মাঠে কাজ করছে।বাকি কুকুরগুলোকেও ভ্যাকসিনের আওতায় আনা হবে।
413 total views, 2 views today