এম কে মনির,সীতাকুণ্ড প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে করোনা সচেতনতার লক্ষ্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। পাশাপাশি সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করা হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় সীতাকুণ্ড পৌরসদর থেকে এ কর্মসূচী শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ৪ নং মুরাদপুর ইউনিয়ন শাখার সভাপতি রেহান উদ্দিন রেহান,সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ মাকছুদ খাঁন।সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া,বটতল,পন্থিছিলা,শেখপাড়াসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।তাছাড়া গ্রামের লোকদের এই মহামারি করোনা ভাইরাস সম্পর্ক সচেতনতা মূলক বিভিন্ন বাণী পৌঁছে দেওয়া।এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক কাঞ্চন,পৌরসভা ছাত্রলীগ সদস্য হাসনাত, সাকিব, মামুন প্রমুখ।
কর্মসূচীকালে ছাত্রলীগ নেতা রেহান উদ্দিন বলেন শান্তির পতাকাবাহী প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় বিপর্যয়ে জনগণের পাশে থাকবে।মানুষকে সচেতন করার জন্য ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি।আল্লাহর রহমতে মানুষের কল্যাণে সেগুলো বাস্তবায়ন করবো।আপনারা ঘরে থাকুন,নিরাপদে থাকুন।
উপজেলা ছাত্রলীগ সদস্য মাকসুদ খান বলেন শিক্ষা, শান্তি,প্রগতির ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানুষের পাশে ছিলো,আছে,থাকবে।করোনা ভাইরাসকে ভীতি নয়,সচেতন হওয়া জরুরী।জাতীর এই দূর্যোগে ছাত্রলীগের সকল সদস্য জনগণের পাশে থাকবে।
1,280 total views, 4 views today
Leave a Reply