আসামী মাহবুুবুর রহমান মুনির
সাজাপ্রাপ্ত আসামী মাহবুুবুর রহমান মুনির প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশের খাতায় পলাতক, ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছেন লায়ন মোঃ শাহজাহান। উপরের ছবিতে মাহবুবুর রহমান মুনির ,পিতা-সৈয়দ আব্দুর রউফ, মাতা -জাহানারা বেগম, তার বর্তমান ঠিকানা ঢাকা জেলার বাড্ডা থানার দক্ষিণ বাড্ডা ,সেবা মসজিদের পাশে , ফ্লাট নং C-1( দ্বিতীয় তলা) বুয়েট টিচার্স প্রাইভেট হাউস বিএ ১/৫ এবং তার স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ আছে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কান্দিরপড়, রামঘাট গ্রামে।
মামলা সূত্রে আরো জানা যায় তার সাথে মেসার্স সরোয়ার এন্ড ব্রাদার্স এর মালিক লায়ন মোঃ শাহজাহানের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল। ব্যবসায়িক কারণে তাদের দুজনের মাঝে নগদ এবং বাকিতে লেনদেন হয়। উক্ত লেনদেনের ধারাবাহিকতায় পলাতক আসামি মাহবুবুর রহমান মুনির পিতা সৈয়দ আব্দুর রউফ লায়ন মোহাম্মদ শাহজাহানকে বিগত ২০ শে জুন ২0১৭ ইংরেজি তারিখে তাহা নিজ নামীয় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড গুলশান ঢাকা শাখার ১০ লক্ষ টাকার চেক প্রদান করেন।
চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করলে বিগত ২৩ শে আগস্ট ২০১৭ ইংরেজি তারিখে উক্ত চেকটি “অপর্যাপ্ত তহবিল” মন্তব্যে ডিজাইনার ডিজাইনার হলে বিগত ১৯ শে সেপ্টেম্বর ২০১৭ ইংরেজি তারিখে আসামীর নিকট লিগ্যাল নোটিশ প্রেরণ করেন এবং আসামি ২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে উক্ত লিগ্যাল নোটিশ গ্রহণ করে টাকা প্রদান অস্বীকার অস্বীকার করলে মামলার বাদী লায়ন মোঃ শাহজাহান আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত মামলাটি বিগত ২৯ শে নভেম্বর ২০১৮ তারিখে আসামির বিরুদ্ধে এন আই এ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক চার্জ গঠন করে এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম বিগত ২১ জানুয়ারী ২০১৯ ইংরেজি তারিখে আসামির বিরুদ্ধে ১০ লক্ষ টাকা জরিমানা এবং তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রাম আসামির বিরুদ্ধে 864 নং স্মারক মূলে বিগত 15 ই মে 2019 ইংরেজি তারিখে বাড্ডা থানায় সাজা পরোয়ানা প্রেরন করেন। সাজা পরোয়ানা প্রেরণের 9 মাস অতিবাহিত হল আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশের খাতায় পলাতক আসামিকে গ্রেপ্তার করছে না।
মামলার বাদী সরোয়ার এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী উক্ত আসামিকে ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন।
আসামীর সন্ধান দিতে যোগাযোগ করুনঃ
লায়ন মোঃ শাহজাহান, মালিক- মেসার্স সরোয়ার এন্ড ব্রাদার্স, কক্ষ নং ৪০৯, আইনজীবী দোয়েল ভবন, কোট হিল কোতোয়ালী চট্টগ্রাম। মোবাইল 01813965333
692 total views, 4 views today