লিও এম এ এলাহি আরাফাত, নিজস্ব প্রতিবেদক;
আজ ১ এপ্রিল বুধবার বিকেল তিনটায় হালিশহর বি ব্লক বাইতুল করিম মাদ্রাসা কমপ্লেক্সের সামনে ৩ নম্বর রোডের ১২ নম্বর বাড়ি, রাজু ভাইয়ের বাসার সামনে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি ও লিও ক্লাব অব চিটাগাং লিবার্টির উদ্যোগে এবং আয়োজনে সম্মানিত ক্লাব ডিরেক্টর লায়ন মোহাম্মদ আফসার উদ্দিন এর সভাপতিত্বে, অর্থায়নে ও সহযোগিতায় ১৬০ জন দুঃস্থ দরিদ্র মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন লায়ন জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের মাননীয় রিজিওনাল চেয়ারপার্সন (আরসি) লায়ন মোহাম্মদ নুরুল আলম বাচ্চু, লায়ন জেলার ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন (ডিসি) লায়ন কাজী আলী আকবর জাসেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ লায়ন আলহাজ্ব মোহাম্মদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবার্টি ক্লাব সেক্রেটারী লায়ন শেখ মোঃ সামিদুল হক, ট্রেজারার লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, লিও জেলা নেতা লিও মাহী চৌধুরী, লিও আরাফাত ইলাহী, লিও জিয়াউল হক আরিফ, সমাজসেবক ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি বন্ধুবর টুটুল, সমাজসেবক ব্যবসায়ী রাজনৈতিক নেতা রেজাউল কবীর রাজু, জুয়েল, আবুল খায়ের চৌধুরী, লিও নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
510 total views, 4 views today