ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে মাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মোস্তফা (৪৮)। তার বাড়ি ভালুকায়। আদালত সূত্র জানায়, ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০১৮ সালের ১৩ ডিসেম্বর ৯ শতাংশ জমি নিয়ে বিরোধে মা মরিয়ম বেগমকে (৭০) কুপিয়ে হত্যা করে তার ছেলে মোস্তফা। এ ঘটনার পর দিন ওই ছেলের বিরুদ্ধে ভালুকা থানায় একটি মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।
148 total views, 2 views today
Leave a Reply