জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ
পটুয়াখালী বাউফলের সূর্যমনি ইউনিয়নের নুরাইপুর এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে নুর মোহাম্মদ খান (৫৫) নামের এক শ্রমিক মারা গেছে। সোমবার সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটেছে। জানা জানা গেছে গেছে, নুর মোহাম্মদ খান ঘটনার দিন সকাল ১০ দিকে আগাছা পরিস্কারের জন্য নারিকেল গাছে উঠেন। এসময় অসাবধানতাবসত তিনি পাশে থাকা বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে মারা যান। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিস কর্মীরা এসে তার মৃত দেহ নারিকেল গাছ থেকে উদ্ধার করেন।
এই ব্যাপারে বাউফল থানা র ওসি আল মামুন বলেন,’ ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
158 total views, 2 views today
Leave a Reply