জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
আজ শনিবার বেলা ১১ টায় বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যলয় সিনিয়র মৎস্য কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মো. মাহাবুব আলম তালুদারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিশারীজ কর্মকর্তা মোঃ রুহুল আমিন। মতবিনিময় সভায় বাউফলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, মৎস্য বিভাগে বর্তমান সরকারের সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, মাছের পোণা অবমুক্তকরণ, মৎস্যজীবীদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান সহ নানাবিধ কর্মসূচীর কথা মতবিনিময় সভায় অবহিত করা হয়।
236 total views, 2 views today
Leave a Reply