কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ বন্দরের বিপরীতে পাহাড়ি এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত দুই ডাকাত হলেন- কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ ওরফে আঙ্গুল কাটা শফিক। নিহতরা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিষয়টি র্যাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। তবে এখনো বিস্তারিত জানানো হয়নি।
221 total views, 2 views today
Leave a Reply