এম কে মনির,সীতাকুণ্ড প্রতিনিধি
করোনা একটি মহামারী ভাইরাস, এর জন্য চাই সচেতনতা, অযথা নিজে অাতংকিত হবেন না, অন্যকে অাতংকিত করবেন না। গুজব নয় সামাজিক সচেতনতা বৃদ্ধি করুন ।ঘরে থাকুন , নিজে বাঁচুন, অন্যকে বাঁচান ….
#করোনা_ভাইরাস_হোক_প্রতিরোধ
এই স্লোগান কে সামনে রেখে করোনা ভাইরাসের সংক্রমন থেকে অসহায় ও হতদরিদ্র মানুষকে রক্ষা করার লক্ষ্যে সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা প্রথম প্রহর ফাউন্ডেশন চট্টগ্রাম এর উদ্যোগে নগরীর হালিশহরে বিভিন্ন পয়েন্ট এবং জেলেপাড়ার দিন মজুর রিক্সা চালকদের মাঝে ২৬ শে মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত (চাল, ডাল ,আলু , পিঁয়াজ, তেল ,সাবান ও মাস্কসহ) ৭০ জনকে বিনামূল্যে খাদ্যদ্রব্য সামগ্রী ও ৩০০ জনকে মাস্ক বিতরণ করা হয়।
কৃতজ্ঞতা ও ভালোবাসা, যারা এই দুর্যোগে সময় ও শ্রম দিয়ে এই মহৎ কাজে অংশগ্রহন করেছেন।।। সৃষ্টিকর্তার সৃষ্টি সেবার নিয়োজিত আছি আমরা সবাই।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই #প্রথম_প্রহর_ফাউন্ডেশন টিম চট্টগ্রাম শাখার পরিবারের সকল সদস্যদের প্রতি।
1,033 total views, 2 views today
Leave a Reply