ডেক্স রিপোর্ট :-
আজ বুধবার বাদ-যোহর পুরান ঢাকার বংশাল এলাকায় লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার’র কার্যালয়ের সামনে বিনামুল্যে মাক্স বিতরন করা হয়।
বংশাল থানার ওসি মোঃ শাহিন ফকির’র নেতৃত্বে স্হানীয় ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ রাজিব আহম্মেদ(রাজ)’র নিজস্ব অর্থায়নে পথচারীদের মাঝে সামাজিক সচেতনতামূলক প্রচারনা করা হয়।ওসি মোঃ শাহিন ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে নিজের হাতে রিক্সাচালক,ভিক্ষুক সহ সব শ্রেনী-পেশার মানুষদের সুরক্ষিত মাক্স পড়িয়ে দেন।
এসময় ওসি বলেন,সামাজিক সচেতনতা এবং ভাল উদ্দ্যেগ-ই পারবে সমাজ তথা দেশকে বাঁচাতে।
স্হানীয় আওয়ামীলীগ নেতা রাজিব আহমেদ (রাজ) বলেন,শুধু সরকারের আশায় বসে না থেকে দেশের এমন ক্লান্তিময় সময়ে বৃত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে সামাজিক সচেতনতা আরো বাড়বে,আরো গতিময় হবে।তিনি আরো বলেন, আমাদের মনে রাখতে হবে দেশ রক্ষা করা সরকারের একা দায়িত্ব নয়,দেশ রক্ষার দায়িত্ব আপনার/আমার সকলের।দেশ বাঁচলে আমরা বাঁচবো,দেশ ভাল থাকলে আমরা ভাল থাকবো।
এছাড়াও বিতরনি অনুষ্ঠানে মামুন,বিল্লাল,রিয়াদ,ফারুক সহ এলাকার আরো অনেক গন্যমান্য ব্যাক্তিরা উপস্হিত ছিলেন।
947 total views, 2 views today
Leave a Reply