লায়ন্স ক্লাব চিটাগাং, লায়ন্স ক্লাব কর্ণফুলী, লায়ন্স ক্লাব অব বাকলিয়া, লায়ন্স ক্লাব অব পনিক্স, লায়ন্স ক্লাব ইম্পেরিয়াল সিটি, লায়ন্স ম্যাজিস্টিক সিটি, লায়ন্স ক্লাব অব ইমার্জিং সন্দ্বীপ ও লায়ন্স ক্লাব অব এনজেল এর যৌথ উদ্যোগে নগরীর মনসুরাবাদস্থ পিডিবি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিক পরীক্ষা, বৃক্ষরোপণ, ব্লাড গ্রুপিং, কর্ণ ছেদন ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুন মালেক।
বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন সুকান্ত ভট্টাচার্য, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, কেবিনেট সেক্রেটারি লায়ন জি.কে. লালা, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জিএমটি লিডার লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মকুবল হোসাইন প্রমুখ। লায়ন ডা. মেসাবহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন সিলভেস্টার বার্নাডেট লায়ন ইফতেখার উদ্দিন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আবদুল্লাহ আল কাদের, লায়ন মাহবুব হোসাইন, লায়ন মো. হুমায়ুন কবির, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন আলাউদ্দিন চৌধুরী, লায়ন মোসলেহ উদ্দিন খান অপু, লায়ন এ.কে.এম সালাহ উদ্দিন, লায়ন সাধন ধর, লায়ন নিশাত ইমরান,
লায়ন এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলু লায়ন হুমায়ুন কবির হিমু, লায়ন শোভানাজ জিনিয়া, লায়ন মো. মোমেন, লায়ন তাপস কান্তি তালুকদার, লায়ন আবদুল মান্নান, লায়ন শহিদুল ইসলাম মৃধা, লায়ন আবদুর রব শাহীন, লায়ন হুমায়ুন কবির হিমু, লায়ন মোস্তফা কামাল জুয়েল, লায়ন কাশেম শাহ্, লায়ন আবু রায়হান, লায়ন মুসা,লায়ন রোকসানা মাহবুবা লাভলী, লায়ন জাহিদুল আলম বাবলু, লায়ন মোহাম্মদ শাহজাহান, লায়ন মোঃ সালা উদ্দিন আমিন, লায়ন মোঃ আলী আজম লায়ন এড. সেকান্দর বাদশা, লায়ন সাইফুল ইসলাম সায়েদ, লায়ন রেজাউল করিম মহসিন, লায়ন কাজল। লায়ন গভর্নর কামরুন মালেক বলেছেন, সমাজের কম সৌভাগ্যবান মানুষেদের কল্যাণে বিত্তশালীরা যতবেশি এগিয়ে আসবেন সমাজের জন্য ততই তা মঙ্গলজনক হবে। যেকোনো ভাল কাজে লায়ন সদস্যরা সবসময় পাশে থাকবেন।
লিও ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, লিও নুর হোসাইন, লিও মহিউদ্দিন সিরাজ, লিও বায়োজিদ সুমন, লিও রহমত উল্যাহ, লিও অচিন দাস, লিও সাদলী বিন জাহেদী, লিও সাকিউল আলম ইমু, লিও আজিজুল হাকিম, লিও মইনুল হাসান, লিও রাসেল রানা, লিও মাহমুদ, লিও মাসুদ আলম, লিও নাফিজ আহমেদ, লিও ফয়েজ উদ্দিন, লিও হাসান আব্দুল্লাহ, লিও মাসুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
349 total views, 2 views today