মোঃ বেল্লাল হোসেন নাঈম,
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর বাজারস্থ ‘দি স্মার্ট টেলিকম’ এর বিকাশ নম্বর হ্যাক করে প্রতারক চক্র ৩ লক্ষ ৪৩ হাজার টাকা নিয়ে যায়। গত ২৫ ডিসেম্বার ২০২০ তারিখে চাটখিল থানায় ঘটনার একটি থানায় মামলা করেন টেলিকমের মালিক সফিকুল ইসলাম। নোয়াখালী পুলিশ সুপারের নিদের্শনায় মামলা হওয়ার পর থেকে টিম চাটখিল তদন্তটিম গঠন করেন। তদন্তের এক পর্যায়ে টিম চাটখিল নিশ্চিত হয়, হ্যাকার চক্র চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থান করছে। টিম চাটখিল চট্টগ্রাম মহানগরে গত ০৯ জানুয়ারী ২০২১ তারিখ চান্দগাঁও থানা এলাকায় অভিযান কালে ০৩ জনকে গ্রেফতার করেন চাটখিল থানার তদন্তটীম ।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে হ্যাকার চক্রের অন্য সদস্যদের সনাক্ত করা হয়।
এ বিষয় চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান বাকিদের গ্রেফতারের অভিযান চলছে। গ্রেফতারকৃতদের গত ১০ জানুয়ারী ২১ তারিখে বিজ্ঞ অাদালতে সোপর্দ কর হয়। গ্রেফতারকৃতদের মধ্য দুই জন নিজেদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় অাদালতে জবানবন্দি প্রদান করে।
5,132 total views, 2 views today