কিশোরগঞ্জ প্রতিনিধি >
কিশোরগঞ্জ নিকলীতে কনকনে শীতের রাতে শীতার্ত দুস্থ, অসহায় পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার (ভূমি ) প্রীতিলতা বর্মন, শীতবস্ত্র বিতরণ করেছেন । হঠাৎ করেই সারা দেশে বিভিন্ন অঞ্চলে ঝেঁকে বসেছে শীত। রাতের কুয়াশা আর কনকনে শীতে জবুথবু হয়ে পড়ছে মানুষ। শীতের তীব্রতা দিনদিন বেড়েই চলেছে। শীতের কামড়ের হাত থেকে ছিন্নমূল ও দুস্থ মানুষদের রক্ষা করতে রাতের আঁধারে শীতার্র্থ মানুষের দুয়ারে গিয়ে শীত নিবারনের জন্য শীতবস্ত্র বিতরণ করেছেন। নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন। বৃহস্পতিবার দিবাগত রাতে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ ব্যাপারে নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন বলেন, কম্বল বিতরণের তালিকা স্থানীয় জনপ্রতিনিধিরা করেছেন তারপরও অসহায় মানুষের কথা ভেবে রাতে আমার অফিস স্টাফদের নিয়ে নিকলী উপজেলা জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামে ও রুদার পুড্ডা গ্রামে এবং নিকলী সদরে হতদরিদ্র মানুষদের কাছে কম্বল পৌঁছে দিয়েছি। যদি ঘোষণা দিয়ে বলা হয় তাহলে হয়তো একই পরিবারের কয়েকজন সদস্য জোট বেঁধে আসতো। তাহলে যে লোকটির সবচেয়ে প্রয়োজন তিনি নাও পেতে পারেন কম্বলটি। এই জন্য রাতে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিজের চোখের সামনে যাকে কম্বল দেয়াটা যুক্তি সংঙ্গত তার হাতেই দেওয়া হয়েছে।
320 total views, 2 views today
Leave a Reply