কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ নিকলী উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজে ইমামের বয়ানের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনসাধারণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে সাম্প্রতি কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) উনার নির্দেশনায় নিকলী উপজেলার বিভিন্ন মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক বক্তব্য কর্মসূচি চলছে। ইতোমধ্যে কিশোরগঞ্জ জেলার চতুর্থবারের মত শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী।
শুক্রবার ২৪ সেপ্টেম্বর ২০২১ নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের জামে মসজিদে বক্তব্য দেন তিনি। তার আলোচনায় উঠে আসে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়গুলো। এসময় উপস্থিত ছিলেন নিকলী থানার তদন্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান ও মসজিদ কমিটির সভাপতি। জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন।তিনি মুসল্লিদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন, থানায় সেবা নিতে টাকা লাগে না, যে কোন বিষয়ে সরাসরি থানার ওসিকে ফোন দিয়ে সহযোগিতা চাইবেন, বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন করা, ডেঙ্গু মশা নিধন করা, করোনা মোকাবিলায় করণীয়, কিশোর গ্যাং, মাদক, জুয়া, জঙ্গিবাদ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে নিকলী থানার ওসি শামছুল আলম সিদ্দিকী সচেতনতামূলক বক্তব্য এলাকায় সাড়া ফেলেছে।
জানা যায়, প্রতি জুম্মার নামাজের বিভিন্ন মসজিদে গিয়ে তিনি মসজিদের ঈমাম-মুয়াজ্জিন এবং মসজিদ কমিটির খোঁজ খবর নেন। তিনি মসজিদের উন্নয়নে অনেক সহযোগিতাও করেন।
মুসল্লিরা জানান, আমাদের মসজিদে ওসি স্যার এসে যেভাবে বক্তব্য দিল আমরা খুবই সন্তুষ্ট। আমাদেরকে বিট পুলিশিং স্টীকার দিয়েছে এবং বলেছে যে কোন জরুরী প্রয়োজনে সরাসরি কল দিয়ে জানাতে। আরও বলেছেন রাত ৩টায়ও যদি আমাকে প্রয়োজন হয় কল দিতে, একবারও ভাববেন না এত রাতে ওসিকে ফোন দিব কিনা। ওসি বলেছে আমার সেবা নিতে ২৪ ঘণ্টা আপনাদের জন্য থানার দরজা খোলা।
288 total views, 2 views today
Leave a Reply