কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ নিকলীতে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয় প্রকল্পের আওতায় নির্বাচিত ৫০০ জন সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় নিকলী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্ত্বরে নিকলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে, হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয় প্রকল্পের আওতায় বাস্তবায়নে উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভূঞা জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মবিন হাই, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জয়দেব আচার্য্য, সাংবাদিক আব্দুর রহমান রিপন, সাংবাদিক মোঃ হাবিব মিয়া, প্রাণিসম্পদ অধিদপ্তরের অনন্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীবৃন্দ প্রমুখ। উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণের নিকলী উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৫০০ জন গরীব দুঃখী অসহায় উপকারভোগীদের প্রত্যেককে ১৫টি করে মোট ৭ হাজার ৫০০ শত মুরগী বিতরণ করা হয়েছে।
170 total views, 4 views today
Leave a Reply