কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ নিকলীতে স্বপ্নঘুড়ি A Child Foundation উদ্যোগে ৯০ টি প্রতিবন্ধী ও অসহায় শিশুদের মাঝে ১ টাকায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় নিকলী শিমুল কমপ্লেক্স প্রাঙ্গণে, নিকলী স্বপ্নঘুড়ি A Child Foundation সার্বিক সহযোগিতায়,১ টাকায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বপ্নঘুড়ি – A Child Foundation এর প্রতিষ্ঠাতা চমক মেরিন খান সঞ্চালনায় ছিলেন স্বপ্নঘুড়ি – A Child Foundation এর সহ প্রতিষ্ঠাতা চয়ন মাহমুদ জেরিন খান, অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড আসাদুল হক লিটন, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এএম রুহুল কুদ্দুস ভুইয়া (জনি), নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ,এ্যাডভোকেট মানি মিয়া,কেন্দ্রীয় সেচ্চালীগের অন্যতম সদস্য, শেখ রফিকুন্নবী সাথী,নিকলী সরকারি আর্দশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ মুন্নি,হাসিন এবং কল্প,স্বপ্নঘুড়ি – A Child Foundation এর সদস্য বৃন্দ প্রমুখ। এদিকে মাত্র ১ টাকায় পছন্দমত মত পোশাক পেয়ে আনন্দে আত্মহারা হয়েছে বাচ্চারা। সেই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকরাও খুশি। এমনই প্রতিক্রিয়া জানালেন একজন অভিভাবক। তিনি বলেন, আমরা দিন আনি দিন খাই। শিশুদের নতুন পোশাক কিনে দেয়ার সামর্থ্য আমাদের নেই। স্বপ্নঘুড়ি – A Child Foundation এর পক্ষ থেকে আমাদের বাচ্চাদের নতুন পোশাক দিয়েছে। বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছে। আমরা কৃতজ্ঞ।
98 total views, 2 views today
Leave a Reply