কিশোরগঞ্জপ্রতিনিধি :
কিশোরগঞ্জ নিকলীতে কোভিদ উত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব অংশগ্রহণ ৩০ তম আন্তর্জাতিক ও২৩ জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ রবিবার ৫ ডিসেম্বর ২০২১ সকাল ১১ টায় নিকলী মোহরকোণা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গন, সহযোগিতায় অক্সফ্যাম, আয়োজনে, নিকলী পপি রিকল ২০২১ (সাপোর্ট ও ডেভেলপমেন্ট) প্রজেক্ট। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী সঞ্চালনায় পপির সকল ২০২১ কর্মকর্তা ফেরদৌস, এসময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, নিকলী উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, নিকলী সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ কফিল উদ্দিন, নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, আইডিপি জেলা সমন্বয়কারী কর্মকর্তা সুলতান মাহমুদ, নিকলী উপজেলা প্রত্যাশার ম্যানেজার পিডিএফ সুজন কুমার দাস, মোহাম্মদ আনোয়ারুল আলম, মোহাম্মদ সাকা উদ্দিন সুজন, রতন কুমার দাস, সাইফুল ইসলাম খোকন, ও শিক্ষক – শিক্ষিকা বুদ্ধি প্রতিবন্ধী ছাত্রছাত্রী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ী বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
171 total views, 2 views today
Leave a Reply