কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ নিকলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে”ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭এপ্রিল) বিকাল ৫ টায় নিকলী উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবীব, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুস ভূঁইয়া (জনি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন,নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর আলী আরিফ,নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দীপক কুমার বিশ্বাস,নিকলী উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিকী,নিকলী উপজেলা কৃষি অফিসার বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল গনি, নিকলী উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রুসমত আলী, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, নিকলী জি.সি. পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের কারার আব্দুর রশিদ, ইউডিএফ দুর্গা রানী সাহা,নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,মোঃ জিল্লুর রশিদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। “ঐতিহাসিক মুজিবনগর দিবস”। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।
117 total views, 4 views today
Leave a Reply