কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ নিকলীতে উপজেলা আওয়ামী যুবলীগ ও নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং নিকলী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ২ শত ২৫ জন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১মে )দুপুরে নিকলী উপজেলা ঐতিহ্যবাহী ঈদগার মাঠে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিকলী উপজেলা আওয়ামী যুবলীগ ও চেয়ারম্যান, নিকলী সদর ইউনিয়ন পরিষদ আয়োজনে ২ শত ২৫ জন দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগ ও নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং নিকলী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক লিটন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মোহাম্মদ তরুণ মিয়া,নিকলী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শামসুল হক দামপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী হোসেন, নিকলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ রাজন মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোহাম্মদ রেজুওয়ান আহমেদ, সাংবাদিক মোঃ শাওন মিয়া, সাংবাদিক মোঃ হাবিব মিয়া,যুবলীগের অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন । কারার শাহরিয়ার আহমেদ তুলিপ বলেন, প্রতিবছরের ন্যায় এবারও উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি। সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। নিকলী উপজেলার মানুষের পাশে সবসময় আছি। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালোবেসে কাজ করে যাচ্ছি।
112 total views, 6 views today
Leave a Reply