কামরুল ইসলাম রাজ:
মহান স্বাধীনতার ৫০তম সুবর্ণজয়ন্তী বছরের ২য় দিনে ইংরেজি বর্ষবরণ, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির প্রতিনিধি সভা ২০২১ শনিবার ২ জানুয়ারি নগরীর কাজির দেউড়ী, নুর আহম্মদ সড়কস্থ নাসিমন ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে ফোরামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি’র সভাপতিত্বে সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় নেত্রী জেলী চৌধুরী, দেওয়ান মাহমুদা আক্তার লিটা, চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দিন পারভেজ, সালাউদ্দিন আলী, মাহবুব রানা, ডা. কাজী মাহবুব আলম, আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মো. অহিদুল ইসলাম সিকদার, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, এডভোকেট আয়েশা আক্তার সানজী, ডা. রানা চৌধুরী, ডা. মিনহাজুল আলম, এডভোকেট আসমা খানম, তাসলিমা আহমেদ লিমা, নাসিমা আলম, দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য সাজ্জাদ হোসেন খাঁন, ডা. ওমর ফারুক পারভেজ, ডা. মোহাম্মদ মঈন উদ্দিন, ডা. মেহেদী হাসান, মহিউদ্দিন খান রাজীব, এম.জি কিবরিয়া, আরশে আজিম আরিফ, পারভীন চৌধুরী, রোকসানা মাধু, নাছরিন বাপ্পী, শামসুর নাহার, শারমিন নিপু, জিন্নাতুন নেছা জিনু, মাহাবুব খালেদ, সাংবাদিক এফ.এ.এফ রুমী, আহমেদুল ইসলাম সাদ, বিপ্লব চৌধুরী বিল্লু প্রমুখ। প্রতিনিধি সভায় বক্তারা বলেন, প্রশাসনের কাছে সুশাসনের প্রত্যাশায় দুরাশায় পরিণত হয়েছে। শাসকগোষ্ঠীর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলা কিংবা লেখালেখি আজ বিরোধী দল সচেতন জনগণ এমনকি সকল শ্রেণী পেশার মানুষ লেখক ও সাংবাদিক প্রতিনিয়ত এদের লাঞ্চনা বঞ্ছনার শিকার। উল্লেখ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ মুক্তির আন্দোলনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
2,727 total views, 2 views today