এম এ মমিন,নিজস্ব প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জ ফলপট্রি সদর মডেল থানা এলাকায় হোটেল নিউ অথিতি নামক একটি আবাসিক হোটেলের তৃতীয় তলায় টিনসিট দিয়ে তৈরী করা রুম গুলোতে চলছে অসামাজিক কার্যকলাপ।প্রতিবেদন তৈরী করার জন্য সরেজমিন তদন্ত করতে গেলে হোটেল মালিক বলেন,আমরা এখানে সবাইকে ম্যানেজ করে ব্যাবসা করতেছি,ওসি সাহেবকে গিয়ে বলেন আপনি।ওনি নিজে-ই এটা ম্যান্টেইন করেন।
এব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাহেবকে ফোন করে না পাওয়ায় ডিউটি অফিসার বক্তব্য নোট করে বলেন,স্যার নামাজে গেছেন,আসলে-ই আমি ব্যাবস্হা নিচ্ছি।
কিন্তুু গত তিনদিন অতিক্রম হওয়ার পরও হোটেলটির ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ার কারনে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ’র কয়েকজন সাংবাদিক নেতা।
তারা বলেন,সারা বাংলাদেশে যেখানে ক্যাসিনো এবং অসামাজিক কার্যকলাপ চলা আবাসিক হোটেল গুলো বন্ধ হয়েছে,এখানে কি ভাবে মডেল থানার খুব কাছে এই হোটেল নিউ অথিতি আবাসিক হোটেল টি এমন অসামাজিক কর্যক্রম চালিয়ে যাচ্ছে?
অনতিবিলম্বে প্রশাসনদ্ধারা এই হোটেল অথিতি বন্ধ করার জোড় দাবি জানিয়েছেন।
442 total views, 2 views today