ডেস্ক রিপোর্টঃ
নজিপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীনের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।এ মামলায় আদালত এজাহার হিসেবে থানায় প্রেরণ এবং পিবিআই নওগাঁকে তদন্তের নির্দেশ দিয়েছেন।২৬ নভেম্বর বৃহস্পতিবার মামলার বাদী হোসাইন আহম্মেদ (২৫) নওগাঁর ০৪ নং আমলী আদালতে হাজির হয়ে মিল্টন উদ্দীন (৪০) পিতাঃ শ্রী আপন দাস (১৯) এবং মো: রিয়াদ হোসেন (২৩) সহ ১০জনকে অভিযুক্ত করে দন্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৮০/৩৮৫/৫০৬ ধারা মোতাবেক নালিশী দরখাস্ত দাখিল করলে সার্বিক বিষয় পর্যালোচনা করে ০৪ নং আমলী আদালত (পত্নীতলা ) এর বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম নালিশী দরখাস্তটি এজাহার হিসেবে থানায় প্রেরণ করেন ও পিবিআই নওগাঁকে তদন্তের নির্দেশ দেন । নালিশী দরখাস্তটি থানায় পাওয়ার পর অবিলম্বে অদ্যই এজাহার হিসেবে গণ্য করে থানায় মামলা রেকর্ডপূর্বক তদন্তের জন্য পিবিআই নওগাঁ বরাবর প্রেরণের নির্দেশ দেন আদালত ।
ফরিয়াদী নালিশী দরখাস্ত দাখিল করে বিজ্ঞ আদালতকে জানান যে , গত ১২ নভেম্বর ২০২০ ইং তারিখে ০১ নং আসামি মিল্টন উদ্দিন অন্যান্য আসামিদের নিয়ে ফরিয়াদীর দোকানে গিয়ে তার কাছে ০১ লাখ টাকা চাঁদা দাবী করেন। ফরিয়াদী চাঁদা দিতে অস্বীকার করলে ০১ নং আসামি তাকে হুমকি দিয়ে চলে যায় । পরবর্তীতে গত ১৬/১১/২০ ইং তারিখ দুপুর ০১:৩০ ঘটিকায় ০১ নং আসামি মিল্টন উদ্দীন বাকি আসামিদের নিয়ে ফরিয়াদীর দোকানে গিয়ে ০১ লাখ টাকা চাঁদা দাবী করেন ফরিয়াদী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ০১ নং আসামির নির্দেশে সকল আসামিগণ ফরিয়াদীকে মারধর করে তার দোকান থেকে নগদ ১৩০,০০০/- টাকা , ৭০,০০০/- মূল্যের ১টি ভ্যান এবং ০১টি মোবাইল চুরি করে নিয়ে যায় ।
এ বিষয় নিয়ে ফরিয়াদী গত ১৭/১১/২০ উং তারিখে পত্মীতলা থানায় এজাহার দায়ের করেন । কিন্তু পত্মীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কোন মামলা এন্ট্রি না করে তালবাহানা করছিলেন । পরবর্তীতে গত ২৪/১১/২০ ইং তারিখে ওসি সাহেব তাকে জানিয়ে দেন যে এই বিষয়ে তিনি কোন মামলা এন্ট্রি করতে পারবেন না । তাই তিনি বাধ্য হয়ে অদ্য বিজ্ঞ আদালতে মামলা করতে এসেছেন । উক্ত ঘটনা নিয়ে ইতোমধ্যে ৪-৫টি সংবাদ পত্রিকায় খবর প্রচারিত হয়েছে । ফরিয়াদী উক্ত পত্রিকাসমুহের খবরের কপি এবং এই বিষয়ে ফরিয়াদীর গত ১৭ নভেম্বর ২০২০ ইং তারিখে থানায় দাখিলী এজাহারের কপি আদালতে দাখিল করেছেন ।
6,552 total views, 2 views today
Leave a Reply