রাজধানী ঢাকার ডেমরার শহর পল্লী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদ্বীন বাংলাদেশ’র (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃত ওই জঙ্গি সদস্যের নাম মো: শাহাব উদ্দিন (৬১) ।
র্যাব-১১’র মিডিয়া কর্মকর্তা এএসপি মো: রিজওয়ান সাঈদ জিকু জানান,শনিবার রাতে ডেমরার শহর পল্লী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত শাহাবউদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার মৃত গোলাম মোস্তফার ছেলে।
ওই জঙ্গি সদস্য শাহাব উদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামী ছিল। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
60 total views, 4 views today
Leave a Reply