ভালো লাগলে শেয়ার করুন
নাহিদ পারভেজ,কলাপাড়া উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধু চম্পা হত্যা মামলার প্রধান আসমী বাবুল হাওলাদার কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সারে এগারােটায় গােপন সংবাদরর ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা জেলার আটঘরিয়া থানার মাছপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পটুয়াখালী পুলিশ সুপার মােহাম্মদ মইনুল হাসান আজ শনিবার তিনটায় প্রেসব্রিফিংয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল তার স্ত্রী চম্পাকে হত্যার দায় স্বীকার করেছে। এছাড়া বাবুলের দেয়া তথ্যানুযায়ী গৃহবধুকে মাটি চাপা দেয়ার স্থানের পার্শ্ব থেকে চম্পার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ, বােরকা, শীতের চাদর, পরিধেয় ওরনা ও একটি কােদাল উদ্ধার করেছে পুলিশ।
গত ২২ জানুয়ারী উপজেলার চাকমইয়া ইউনিয়নের গামরবুনিয়া গ্রামের একটি ফসলি মাঠ মাটি চাপা দেয়াবস্থায় গৃহবধু চম্পার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতেই কলাপাড়া থানায় গৃহবধুর স্বামী বাবুল হাওলাদারকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা।
বরগুনা জেলার তালতলী উপজেলার পঁচা কােড়ালিয়া ইউনিয়নের চান মিয়া শিকদারের কন্যা চম্পা বগমের সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের কাদের হাওলাদার এর ছেলে বাবুল হাওলাদারের সাথে পারিবারিক ভাবে গত ১ লা জানুয়ারি বিয়ে হয়। পরে ১২ জানুয়ারি বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে চম্পাকে বাবুল হাওলাদার তার নিজ গ্রামের বাড়ি নিয়ে আসে। এরপর কােন একসময় তাকে শ্বাস রাধ করে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে।
407 total views, 2 views today