মোঃ আলী আকবর
১৫ ই নভেম্বর সোমবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে বার্ষিক আন্ত: আইনজীবী ক্রীড়া প্রতিযোগীতার অংশ হিসেবে টেবিল টেনিস, দাবা, ক্যারাম, লুডু, মিউজিক্যাল চেয়ার খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিনের স্বাগত বক্তব্য অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল এডহক কমিটির সম্মানিত সদস্য মো. মুজিবুল হক।
উদ্বোধনকালে মো. মুজিবুল হক বলেন, খেলাধুলা মানুষের মনমানসিকতার বিকাশ ঘটায়। আইনজীবী সমিতি খেলা ও সাংস্কৃতিক বিকাশে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসার দাবী রাখে। আইনজীবীরা পেশাগত দায়িত্বের পাশাপশি মন মানসিকতা উন্নত রাখার জন্য প্রতিনিয়ত ক্রীড়া চর্চার সাথে সম্পৃক্ত আছেন। শরীরের সুস্থতা এবং মনের বিকাশের জন্য ক্রীড়াঙ্গন তথা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকা প্রত্যেকের উচিত।
সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ মনজুরুল আজম চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আল মামুন, অর্থ সম্পাদক এস.এম. অহিদুল্লাহ, পাঠাগার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহ্মুদ-উল আলম চৌধুরী (মারুফ), নির্বাহী সদস্য যথাক্রমে ফাতেমা নার্গিছ হেলনা, মারুফ মোঃ নাজেবুল আলম, এস এম আরমান মহিউদ্দিন, আবু নাসের রায়হান, সাহেদা বেগম, খায়রুন নেছা, জোহরা সুলতানা (মুনিয়া), নুর কামাল, মোঃ সরোয়ার হোসাইন (লাভলু), মোমেনুর রহমানসহ সমিতির সাবেক সভাপতি ও সাধারণসম্পাদকবৃন্দ এবং খেলায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী। ক্যারাম খেলায় ১৬টি দল, দাবা খেলায় ৪০ জন, টেবিল টেনিস খেলায় ৪টি দল, লুডু খেলায় ৮জন, মিউজিক্যাল চেয়ার খেলায় ১৫ জন অংশগ্রহণ করেন।
© আইন আদালত প্রতিদিন
1,563 total views, 2 views today
Leave a Reply