সরকারের নির্বাহী আদেশে দণ্ড স্থগিত হওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে আইনে কোনো সুযোগ নেই বলে আইনমন্ত্রী আনিসুল হক মতামত দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে তাঁর ভাইয়ের আবেদনের ওপর গত সোমবার মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান আইনমন্ত্রী।
এ নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনমন্ত্রী মহোদয় জানিয়েছেন আইনগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থানটা নিশ্চয়ই বুঝেছেন। আমরা এখন বসে আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেব। আইনমন্ত্রী মতামত দিয়েছেন, সেটা স্টাডি করছি। যদি প্রয়োজন মনে করি অধিকতর জায়গায় পরামর্শ নেব। এটি নিয়ে আরও কথাবার্তা বলতে হবে।’
167 total views, 4 views today
Leave a Reply