বিটা ও ক্যাব আকবরশাহ থানার আয়োজনে পাপেট শো ও কনসার্ট অনুষ্ঠিত।
তামাকমুক্ত চট্টগ্রাম নগরী গড়ার লক্ষ্যে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংস্কৃতিক কার্যক্রম এ অংশগ্রহনের বিকল্প নেই।তার ই ধারাবাহিতায় সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বিটা,ক্যাব,ইলমা।গত ২৬ সেপ্টেম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডে তামাকমুক্ত চট্টগ্রাম নগরী গড়তে সচেতনতামূলক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে ক্যাব।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলি জোন) জনাব পংকজ বড়ুয়া, বিশেষ অতিথি পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মইনুর রহমান.ক্যাব আকবরশাহ থানার সভাপতি ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন. সাধারণ সম্পাদক :দিদারুল আলম প্রধান . সভাপতি ক্যাব , হালিশহর থানা মো এমদাদুল করিম সৈকত
বক্তারা বলেন, বিজ্ঞাপনে প্রলুব্ধ হচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মের কিশোর -কিশোরীরা।আর এই তামাকজাত দ্রব্য ই মাদকের প্রথম ধাপ।তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সর্বস্তরে।আর সামাজিক অবক্ষয় দূর করা এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাjনুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।এর আগে পাপেট থিয়েটার “ভয়ংকর “পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
1,088 total views, 2 views today
Leave a Reply