জেলার মিরপুরের আলোচিত স্কুলছাত্র দেব হত্যা মামলার আসামি সবুজ মল্লিক ফাঁসি, এরশাদ আলীর আমৃত্যু কারাদন্ড এবং হাবিবুর রহমানকে ১৪ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আজ সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরে আসামী সবুজ মল্লিককে জেলা কারাগারে প্রেরণ করা হয়। আসামী এরশাদ ও হাবিবুর রহমান পলাতক আছে।
এজাহার সূত্রে জানা যায় ২০১৮ সালের জুন মাসের ৯ তারিখে সকাল ৭.৩০ মিনিটের সময় স্কুলছাত্র দেব দত্ত বাড়ী থেকে বের হয়ে মিরপুর উপজেলা চিথলিয়া মৃত মোশারফ হোসেনের ছেলে তালিম মাস্টারের কাছে প্রাইভেট পড়তে যায়। পরে স্কুলছাত্র বাড়ীতে আর ফিরে না আসায় খোঁজাখুজির একপর্যায়ে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারে অজ্ঞাত ব্যক্তিরা দেব দত্তকে মোটর সাইকেলযোগে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। ঘটনার পরেরদিন নিহতের বাবা পবিত্র কুমার দত্ত মিরপুর থানায় একটি এজাহার দায়ের করেন।
ঘটনার তদন্তে সাপেক্ষে মিরপুর থানার পুলিশ ৫জনকে আটক করে। ২০১৮ সালের ২৬ জুনে আটকৃত দুই আসামী ‘বন্দুকযুদ্ধে’ নাঈম ইসলাম (২৭) ও জোয়ার আলী (২৮) নামে দুই যুবক নিহত হয়। তারা দু’জনই স্কুলছাত্র দেব দত্ত অপহরণ ও হত্যা মামলার আসামি এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী নাঈমের বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
82 total views, 2 views today
Leave a Reply