কলাপাড়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় ছাত্রলীগনেতা আবুবক্কর সিদ্দিক গ্রেফতার
কলাপাড়া প্রতিনিধি
কলাপাড়া থানায় দায়ের করা ধর্ষণ মামলার আসামি পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর ছিদ্দিককে র্যাব পটুয়াখালীর সদস্যরা গ্রেফতার করে কলাপাড়া থানায় হস্তান্তর করেছে।
রবিবার (৮ আগস্ট) সন্ধ্যায় আবুবকরকে থানায় সোপর্দ করা হয়। তাকে কলাপাড়া পৌরশহর থেকে র্যাব গ্রেফতার করেছে। ২৬ জুলাই এক কলেজছাত্রী আবুবকরকে আসামি করে ধর্ষণের অভিযোগ এনে কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় বলা হয়েছে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কলাপাড়ার ধানখালীর পাচজুনিয়া গ্রামের নিজ বাড়িতে নিয়ে আবুবকর ধর্ষণ করে। এরপরে ওই ছাত্রীকে গালমন্দ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। উপায় না পেয়ে ওই ছাত্রী ৯৯৯ তে কল করেন। রাতে গিয়ে কলাপাড়া থানা পুলিশ ছাত্রীকে উদ্ধার করেন। এরই মধ্যে আবুবকর সটকে পড়েন।
627 total views, 4 views today
Leave a Reply