কলাপাড়ায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু
কলাপাড়া পৌর শহরের ব্যবসায়ী, মমতা অটো রাইস মিল এবং মমতা শপিং মলের মালিক মো. রুহুল আমীন (৫২) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ঢাকায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা গেছেন।
রুহুল আমীনের পারিবারিক বন্ধু এস এম শহীদুল ইসলাম ফকু জানান, তার ডায়াবেটিসহ কিছু শারীরিক সমস্যা ছিল। এ অবস্থায় গত ১৮ জুলাই তার করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হওয়ার সাথে সাথে তাকে কলাপাড়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় এবং ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, করোনা প্রটোকল অনুযায়ী তার জানাযা এবং দাফন সম্পন্ন হবে। এ ছাড়া তার কলাপাড়া পৌর শহরের বাসভবন লকডাউন করা হয়েছে। পরিবারের অপর সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
ব্যবসায়ী মো. রুহুল আমীনের মৃত্যুতে কলাপাড়া পৌর শহরে শোকের ছায়া নেমে এসেছে। কলাপাড়া উপজেলায় এ পর্যন্ত ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৬ জন। মারা গেছেন চারজন।
1,124 total views, 2 views today
Leave a Reply