কলাপাড়ার লালুয়ায় সাবেক এক ইউপি সদস্য’র রহস্যজনক মৃত্যু
কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউ’পি সদস্য আমিনুল ইসলাম (৪৮) ওরফে দিলিপ গাজীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২অক্টোবর) বিকেলে লালুয়া ইউনিয়নের ছোট ৫নং গ্রামের বাড়ী থেকে তার লাশটি উদ্ধার করা হয়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি জমি-জমার কাগজপত্র দেখানোর জন্য আমিনুল ইসলাম দিলীপ গাজীর বাড়ীতে যায়। এসময় বাড়ীর সামনের দড়জা তালা বদ্ধ দেখে ওই ব্যক্তি বাড়ীর পিছনে গিয়ে ডাকাডাকি করেন।
এতে কোন সাড়া না মেলায় পেছনের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে তাকে কাঁথা পেঁচানো অবস্থায় দেখতে পায়। এসময়ও তাকে ডেকে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করার পর বিকেলে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, আমিনুল ইসলামের গলায় এবং নাকে দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন উদঘাটন করা যাবে প্রাথমিক ভাবে এ ঘটনায় থানায় একটি ইউ মামলা হয়েছে।
632 total views, 2 views today