কলাপাড়া প্রতিনিধি
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূ (৩৫) কে শ্লীলতাহানীর চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত পৌনে আনুমানিক ৩ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাদুলতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।
গৃহবধূর কৃষক স্বামী শহিদ খান জানান, একই গ্রামের মৃত হাবিব সর্দার’র ছেলে হেলাল সর্দার’র শনিবার (২৬ মার্চ) বিকালে কাটাকাটি হয়। ওই দিনেই স্থানীয় ইউপি সদস্য রাবেয়া বেগম লিজা আমার বিরুদ্ধে থানায় একটি মিথ্যে লিখিত অভিযোগ দিয়েছে। রাতে আমি পুলিশের ভয়ে বাড়িতে ছিলাম না। এই সুযোগে ইউপি সদস্য রাবেয়া বেগম লিজা নিজে উপস্থিত থাকা অবস্থায় হেলাল সর্দার ও মালেকউজ্জামান মন্টু’র হুমায়ুন হাওলাদার বাড়িতে এসে আমাকে না পেয়ে আমার স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানীর চেষ্টা চালায়।
তিনি আরও জানান, সোমবার ভোরে জানতে পেয়ে আমার স্ত্রী কে অজ্ঞান অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জানান, ভোরে ওই গৃহবধূকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও জখম রয়েছে।
278 total views, 2 views today
Leave a Reply