কলাপাড়ায় নারী নির্যাতনে ফের আলোচনায় সেই নারী খাদ্য পরিদর্শক
মোঃ জুলহাস মোল্লা, কলাপাড়া থেকে
পরকীয়া কান্ডের পর এবার নারী নির্যাতনে কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য বদলীকৃত নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা ফের শহর জুড়ে টব অব দ্য টাউন। শনিবার রাতে দু’সন্তানের জননী এক নারীকে মারধর, নির্যাতন করে ফের আলোচনায় আসেন আরিফা। ঘটনার পর স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভিকটিম নারীর পরিবার ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে
নির্যাতনের শিকার মাসুমা আক্তার কলিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে
চিকিৎসার জন্য ভর্তি করেন।
নির্যাতনের শিকার মাসুমা আক্তার কলি জানান, গত এক মাস ধরে দু’সন্তান সহ
তার ভরনপোষন না দেয়ায় শনিবার রাত ৮টার দিকে স্বামীকে খুঁজতে এসে হামলা
নির্যাতনের শিকার হন সে। এসময় আরিফা সুলতানা ঘরের মধ্যে জোরপূর্বক টেনে
নিয়ে দরজা বন্ধ করে তার উপর নির্যাতন চালায়। থানা পুলিশ ও পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নির্যাতনের এ ঘটনায় সে আইনের আশ্রয় নেয়ার কথা বলেন।
কলাপাড়া থানার ওসি মো: জসীম বলেন, ’বিষয়টি পারিবারিক এবং দু’সতীনের ঝগড়া
ঝাটি সংক্রান্ত। আমরা জেনে তাৎক্ষনিক আইনী সহায়তা দেয়ার চেষ্টা করেছি।
লিখিত অভিযোগ পেলে যতটুকু অপরাধ সংঘটিত হয়েছে সে বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হবে।’
এর আগে ওএমএস ডিলার মামুন হাওলাদারের সাথে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকান্ডের অভিযোগে গৃহবধূ মাসুমা আক্তার কলি’র অভিযোগের প্রেক্ষিতে
তদন্ত শুরু করে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। পরে খাদ্য অধিদপ্তরের
সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগ’র অতিরিক্ত পরিচালক মো: আশরাফুল আলম
স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারন দেখিয়ে আরিফা সুলতানাকে বদলী
করা হয়। যদিও অভিযোগের শুরু থেকে ওএমএস ডিলার মামুনকে স্বামী বলে পরিচয়
দিয়ে আসছিল আরিফা। বর্তমানে শহরে আলাদা ফ্লাট বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন আরিফা। যে ফ্লাট বাসায় শনিবার রাতে মাসুমা আক্তার কলি’র উপর চালানো হয় অকথ্য নির্যাতন।
এদিকে আলোচিত আরিফা সুলতানা রবিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তার ফ্লাট থেকে নগদ টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে মাসুমা বেগম কলি সহ তার পরিবারের ৫জনকে আসামী করে মামলা করেছেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সমবায় কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
497 total views, 2 views today
Leave a Reply