এড. মোঃ আরিফুর রহমান সার্দান বিশ্ববিদ্যালয় আইন বিভাগের কারিকুলাম কমিটির সদস্য নির্বাচিত
সার্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর আইন বিভাগের সাবেক ছাত্র, আদালত পাড়ায় এসইউবি’র ছাত্র-ছাত্রীদের অভিভাবক বিশিষ্ট আইন গ্রন্থ প্রনেতা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আরিফুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের “কারিকুলাম কমিটি” র সদস্য হিসেবে মনোনীত করা হয়। এডভোকেট মোঃ আরিফুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র- ছাত্রীর পাশে অতীতেও ছিলাম,বর্তমানেও আছি ইনশাআল্লাহ আগামীতেও থাকব,।বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কারিকুলাম কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় কতৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই এবং আমাকে যে উদ্দেশ্য নিয়ে মনোনীত করেছেন তা যাতাযত পালনে সচেষ্ট থাকব।
উনার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ এনামুল হক , সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ কফিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন , সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, পাঠাগার সম্পাদক এডভোকেট মোঃ নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এডভোকেট মঞ্জুরুল আলাম চৌধুরি, এডভোকেট আবু নাসের রায়হান, কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, এডভোকেট এস এম আরমান মহিউদ্দিন সহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
© আইন আদালত প্রতিদিন
7,289 total views, 2 views today
Leave a Reply