কক্সবাজারের উখিয়ায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর নামের এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। সে বালুখালী জমিদার পাড়া এলাকার মৃত ছৈয়দ আলমের ছেলে। এসময় তার নিকট থেকে ৬৮ হাজার ৯৫০ পিস ইয়াবা, কার্তুজসহ একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে র্যাব-৭। আজ বালুখালী শিয়াইল্যাপাড়া নামক স্থানে এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গাজী সালাউদ্দিন বলেন, বন্দুকযুদ্ধের নিহত ইয়াবা কারবারির লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থানায় ৩টি মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কবরস্থানে নিহত জাহাঙ্গীরের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
212 total views, 2 views today
Leave a Reply