হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো মেম্বার নির্বাতিত হলেন গতবারের সফল নির্বাচিত মেম্বার মোঃ আবুল হাসেম। রোববার ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ফুটবল প্রতিক নিয়ে ১ নং ওয়ার্ডে ২৬৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় তার। এ নিয়ে ২ বার মেম্বার নির্বাচিত হলেন তিনি। নির্বাচনের শুরুতেই চার প্রার্থীর তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন তিনি সর্বশেষ ফল ঘোষণার কালে তার বিজয় নিশ্চিত হয় । নির্বাচিত আবুল হাসেম সাংবাদিকদের জানান এলাকাবাসী আবারো তাদের পাশে থাকার ও সেবা করার সুযোগ দিয়েছেন । তাই এবারো এলাকাবাসী কে সাথে নিয়ে ঘারমোড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড কে একটি ডিজিটাল রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত এলাকা গড়ে তুলতে ওয়ার্ড বাসীকে সাথে নিয়ে কাজ করে যাব । এর আগেও নির্বাচিত হয় এলাকাবাসীর পাশে ছিলাম করোনাকালে ও মানুষকে সহযোগিতা করেছিলাম তাদের পাশে দাঁড়িয়ে ছিলাম । সুখে দুখে সব সময় এলাকাবাসীর পাশে থাকবো এটাই আমার প্রত্যাশা । এদিকে এলাকাবাসী মনে করেন সৎ মানবিক জনবান্ধব মেম্বার হিসেবে আবুল হাসেম ই যথেষ্ট । আবুল হাশেম নির্বাচিত হলে এলাকায় সব সময় সুস্থ বিচার পায় মানুষ ।
107 total views, 2 views today
Leave a Reply