লায়ন্স ক্লাব চিটাগাংয়ের ডায়াবেটিক কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্ণর কামরুন মালেক।
লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন কামরুন মালেক এমজেএফ বলেছেন, সুবিধাবঞ্চিত মানুষদের সেবায় সবাই এগিয়ে এলেই সমাজের সার্বিক কল্যাণ সাধিত হবে। প্রকৃতপক্ষে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারাটাই মানবজীবনের স্বার্থকতা। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগাং পরিচালিত লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের নতুন প্রজেক্ট ডায়াবেটিক কেয়ার সেন্টার উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন। তিনি লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের বিভিন্ন সেবামূখী কার্যক্রমের প্রশংসা করে নতুন সংযোজিত ডায়াবেটিক কেয়ার সেন্টারের সার্বিক সফলতা কামনা করেন।
লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট লায়ন নিশাত ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেবিনেট ট্রেজারার লায়ন জিকে লালা। লায়ন ডাঃ মেজবাহউদ্দিন তুহিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন তপন কান্তি দত্ত, লায়ন আবু তাহের খান, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন এসকে পালিত, লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য, লায়ন সাধন কুমার ধর, লায়ন আবু নাসের রনি, লায়ন রোকেয়া জামান, লায়ন আবদুর রব শাহীন, লায়ন মুহাম্মদ নোমান লিটন, লায়ন অনুপম মজুমদার, লায়ন শামসুল হক সরকার, লায়ন শহীদুল ইসলাম, লায়ন পিকে মজুমদার, লায়ন বাবুল কান্তি লালা, লায়ন নাজমুল শাকের, লায়ন রবি শংকর আচার্য, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শাহরিয়ার ইকবাল, ভাইস প্রেসিডেন্ট লিও এএইচএম হাকিম, লিও ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও আফিফা ইসলাম, লিও ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও সদস্যবৃন্দ।
455 total views, 2 views today